গ্রামটি লাউহাটি ইউনিয়নের তাতশ্রী। গ্রামের দরিদ্র পরিবারের আলফাজ সরকার। এক ছেলে, দুই মেয়ে নিয়ে অনেক কষ্টে কাটতো তাদের সংসার। সুবিধামত কাজ পেলে করত। সে সংসারের কাজের ফাকেঁ নতুন কোন কাজ খুঁজে বেড়াত। সে চিন্তা করল তার কাজের পাশা পাশি নিজ উদ্যোগে কিছু করবে। একদিন সে লাউহাটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মীর সাথে যোগযোগ করে উপজেলা সমাজসেবা অফিস হতে প্রথমে ২০০৯ সালে ৩০,০০০/- টাকা ঋণ নেয়। নিজের গচ্ছিত আরও কিছু টাকা যুক্ত করে সে গাভী কেনে। বাছুর বিক্রি করে করে তার পরিবারের আয় বাড়তে থাকে। পরবর্তীতে সে আবারও ঋণ নেয়। নিজের সম্বল এবং সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণের মাধ্যমে সে তার মূলধন বৃদ্ধি করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS